টুইটারের পর এবার মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছেন। চলতি সপ্তাহেই বড় আকারের ছাঁটাই শুরুর পরিকল্পনা করেছেন প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তবে ছাঁটাই প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি মেটা কর্তৃপক্ষ।
রোববার (৬ নভেম্বর) ওয়াল স্ট্রিট জার্নাল থেকে এ তথ্য জানা যায়।
এতে বলে হয়, এই ছাঁটাই হাজার হাজার কর্মচারীকে প্রভাবিত করবে। আগামী বুধবারে (৯ নভেম্বর) এ বিষয়ে ঘোষণা আসতে পারে।
গেলো অক্টোবরে দুর্বল বাণিজ্যের পূর্বাভাস দিয়েছিল মেটা। অতিরিক্ত খরচের কারণে আগামী বছর স্টক মার্কেটে প্রায় ৬ হাজার ৭০০ কোটি ডলার মূল্য হারাবে বলে জানা যায়। এর মধ্যে চলতি বছরে হারিয়েছেন অর্ধ ট্রিলিয়ন ডলার।
বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থর গতি, টিকটকের সঙ্গে প্রতিযোগিতা, অ্যাপলের গোপনীয়তা পরিবর্তন, মেটাভার্সের ব্যাপক ব্যয় ও নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে উদ্বেগের মুখে রয়েছে মেটা।
প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, মেটাভার্সের বিনিয়োগ ফল পেতে প্রায় এক দশক সময় লাগবে। এর মধ্যে নিয়োগ বন্ধসহ খরচ কমানোর বহুমুখী উদ্যোগ নিতে হয়েছে। প্রতিষ্ঠানের পুনর্গঠনের দিকেই মনোযোগ এখন।
সোশ্যাল মিডিয়া কোম্পানিটি গত জুনে প্রকৌশলীদের নিয়োগ কমপক্ষে ৩০ শতাংশ কমিয়ে আনে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোতে নতুন কর্মী নিয়োগও স্থগিত রাখতে হয়েছে। মার্ক জাকারবার্গ কর্মীদের অর্থনৈতিক মন্দার বিষয়ে সতর্কবার্তাও দিয়েছিলেন। এ পরিপ্রেক্ষিতেই গণছাঁটাইয়ের সিদ্ধান্ত আসছে বলে বিশ্লেষকদের মন্তব্য।
সম্প্রতি টুইটার অধিগ্রহণের পর গণছাঁটাইয়ের পথে হেঁটেছেন ইলোন মাস্ক। একটি ইমেলের মাধ্যমে শুক্রবার রাতারাতি টুইটারের প্রায় ৩ হাজার ৭০০ কর্মীকে অব্যাহতি দেয়া হয়েছে। এর আগে নিয়ন্ত্রণ নেয়ার পরপরই শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করেন তিনি।