শুরুতে এগিয়ে গিয়েও নিজেদের ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে আবার পয়েন্ট খোয়াল বার্সেলোনা। ২০০৬ সালের পর এই প্রথম নিজেদের মাঠে আতলেতিকোর কাছে হারল কাতালুনিয়ার ক্লাবটি।
শনিবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ৩০ মিনিটে বার্সা এগিয়ে যায় পেদ্রির গোলে। কিন্তু ৬০ মিনিটে তা শোধ করে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পল।
১-১ সমতায় ম্যাচ যখন শেষের পথে, যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোল করে আতলেতিকোকে জিতিয়ে দেন আলেক্সান্ডার সরলথ। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি আতলেতিকোর টানা ১২তম জয়।
যে জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেছে দিয়েগো সিমিওনের দল। ১৮ ম্যাচে ১২ জয় ও ৫ ড্রয়ে আতলেতিকোর পয়েন্ট ৪১। এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনার পয়েন্ট ৩৮, অবস্থান দুইয়ে।