আর্কাইভ থেকে বাংলাদেশ

তবে কি খালেদা জিয়া বিপদমুক্ত নন! হাসপাতালেই কেন আরো কিছু দিন

তবে কি খালেদা জিয়া বিপদমুক্ত নন! হাসপাতালেই কেন আরো কিছু দিন

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনি বাসায় ফিরতে পারছেন না তিনি। চিকিৎসকরা বলছেন, ‌‌‌‌‌“পোস্ট কোভিড জটিলতা ছিল, সেইগুলোর উন্নতি হলেও  অন্যান্য রোগ আগের মতোই আছে। এতে কোরে আরও কিছুদিন তাকে হাসপাতালেই থাকতে হবে।”

খালেদা জিয়ার চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, গের এক সপ্তাহে ম্যাডামের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়”।  

তবে তার মেডিকেল বোর্ডের  চিকিৎসকরা মনে করেন, “পোস্ট কোভিড জটিলতার কিছুটার উন্নতি হয়েছে। তবে  বড় ধরনের উন্নতি তা বলা যাবে না। বিপদমুক্তও বলা যাচ্ছে না। আরও কিছুদিন পর্যবেক্ষণ করে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার সিদ্ধান্ত নেব”। মেডিকেল বোর্ডের ১০ জন চিকিৎসকের অধীনে তার চিকিৎসা চলছে।

খালেদা জিয়া তরল খাবার খান সেটা্ও খুব কম। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার আত্মীয়-স্বজনরাই খাবার নিয়ে আসেন।এবং তারা ডাক্তারদের পরামর্শ অনুযায়ী খাবার নিয়ে আসেন।

উল্লেখ্য, গেল ২৭ এপ্রিল থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। করোনার কারণে তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ৩ মে সিসিইউতে স্থানান্তর করা হয়। ৩ মে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন খালেদা | জিয়া | বিপদমুক্ত | নন | হাসপাতালেই | কেন | আরো | কিছু | দিন