আর্কাইভ থেকে দেশজুড়ে

ফরিদপুরে পরিবহণ ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

ফরিদপুরে পরিবহণ ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
ফরিদপুরে জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে দুই দিনের পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে। আজ শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকে ১২ নভেম্বর রাত ৮টা পর্যন্ত মহাসড়কে সব ধরণের পরিবহণ চলাচল বন্ধ রাখা হবে। এদিকে অনেক যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বাস না পেয়ে অনেকেই ব্যাটারিচালিত রিকশায় গন্তব্যে যেতে চেষ্টা করছেন। হঠাৎ করে দুদিনের বাস ধর্মঘটের কারণে অনেক পরিবহণ শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তাদের খোঁজ কোনো পরিবহণ সংগঠন নেয়নি। দুদিন গাড়ি না চালালে তাদের সংসার চলা কষ্টকর। এদিকে শনিবার ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি নেতারা বলছেন, সমাবেশে নেতাকর্মীদের জনস্রোত ঠেকাতে সরকারের ইন্ধনে পরিবহণ ধর্মঘট ডেকেছে কতিপয় মালিক শ্রমিক নেতারা। বিএনপি দাবি মিথ্যা মন্তব্য করে পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, বিএনপির সমাবেশ কেন্দ্র করে পরিবহণ ধর্মঘটের সম্পর্ক নেই।

এ সম্পর্কিত আরও পড়ুন ফরিদপুরে | পরিবহণ | ধর্মঘট | দুর্ভোগে | যাত্রীরা