আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহীতে কাল থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে বিকেল ৫টায় সব বন্ধ

রাজশাহীতে কাল থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে বিকেল ৫টায় সব বন্ধ

করোনা পরিস্থিতির অবণতির কারণে আবারও রাজশাহীতে বাড়ানো হয়েছে বিধিনিষেধ। আগে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার নিদের্শনা থাকলেও কাল থেকে বিকেল ৫টার মধ্যে সব ধরনের দোকানপাট বন্ধ রাখার বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

রোববার বিকেলে রাজশাহীর করোনা পরিস্থিতি নিয়ে জরুরী সভায় এ সিদ্ধান্ত হয়।

এ বিধিনিষেধে শুধু দোকানপাট বন্ধ নয়, সাধারণ মানুষের চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। অবশ্য জরুরী পরিসেবা এর আওতামুক্ত থাকবে।

সভায় অংশ নেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভা শেষে তিনি সাংবাদিকদের সভার সিদ্ধান্তের বিষয় জানান।

মেয়র লিটন বলেন, সোমবার থেকে বিকেল ৫টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত সকল দোকান পার্ট ও বিপনী বিতান বন্ধ থাকবে। পাশাপাশি লোকজনের চলাচলও বন্ধ থাকবে। এছাড়াও লোকজনকে স্বাস্থ্যবিধি মানাতে প্রচার প্রচারনা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এসময় জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর, ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ আরও অনেকে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন রাজশাহীতে | কাল | সন্ধ্যা | ৭টার | পরিবর্তে | বিকেল | ৫টায় | বন্ধ