আর্কাইভ থেকে অপরাধ

বিমানের সিটের নিচে মিললো ৫৬টি স্বর্ণের বার

বিমানের সিটের নিচে মিললো ৫৬টি স্বর্ণের বার
বাংলাদেশ বিমানের সিটের নিচ থেকে ৪ কোটি ৪৮ লাখ টাকা মুল্যের সাড়ে ছয় কেজি ওজনের ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা পুলিশ। শনিবার (১২ নভেম্বর) সকাল সোয়া ৯টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমান থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক উইং কমান্ডার তাসনিম আহমেদ। তিনি জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া স্বর্ণের কোনো বাহকও পাওয়া যায়নি। তাসনিম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-১৪৮’ ফ্লাইটে অভিযান চালানো হয়। আজ সকাল সাড়ে ৯টার দিকে ফ্লাইটটির ‘উইন্ডো ৪ জে’ সিটের নিচে কৌশলে রাখা স্বর্ণের বারগুলো পাওয়া যায়। যার বাজার মূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন বিমানের | সিটের | নিচে | মিললো | ৫৬টি | স্বর্ণের | বার