আর্কাইভ থেকে দুর্ঘটনা

বজ্রপাতে সারাদেশে ১৯ জনের মৃত্যু, বৃষ্টি থাকবে আরো কয়েকদিন

বজ্রপাতে সারাদেশে ১৯ জনের মৃত্যু, বৃষ্টি থাকবে আরো কয়েকদিন

সিরাজগঞ্জে ৫ জনসহ দেশের বিভিন্ন জেলায়, বজ্রপাতে ১৯ জন মারা গেছে। এদিকে, মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। এর ফলে সৃষ্ট জলাবদ্ধতায়, চরম দুর্ভোগে পড়ে, সাধারণ মানুষ। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বন্দর নগরী চট্টগ্রামের অনেক এলাকা। আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টির এমন ধারা অব্যাহত থাকবে, আরো কয়েক দিন।

রবিবার (৬জুন) আবহাওয়া অধিদপ্তর থেকে এসব তথ্য পাওয়া গেছে।

সিরাজগঞ্জের শাহজাদপুর, উল্লাহপাড়াসহ কয়েকটি স্থানে বজ্রপাতে স্কুলছাত্রসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। উল্লাপাড়ার আদ্দিঘর, বেলকুচির চরসমেসপুর, সলঙ্গার আঙ্গারু ও শাহজাদপুরের চর আঙ্গারু ও বাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এছাড়া চট্টগ্রাম, ফেনী, মাগুরা, শরীয়তপুর ও মাদারিপুরসহ, দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে আরও বেশ কয়েকজন মারা গেছে।

এদিকে টানা বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী, জলাবদ্ধতা দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে  কয়েকগুন। মতিঝিল, রাজারবাগ পুলিশ লাইনের সামনের রাস্তা, কাওরান বাজার হোটেল সোনারগাঁয়ের সামনের রাস্তাসহ বেশ কয়েকটি রাস্তা ২ ঘন্টার জন্য পানিতে তলিয়ে যায়।

এদিকে বন্দরনগরী চট্টগ্রামেও পানিবন্দি হয়ে পড়েছেন, কয়েক লাখ মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমী বায়ুর প্রভাবেই দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। আপাতত বৃষ্টি থামার সুখবর নেই, আবহাওয়া অধিদপ্তরের কাছে।

এমএম/

এ সম্পর্কিত আরও পড়ুন বজ্রপাতে | সারাদেশে | ১৯ | জনের | মৃত্যু | বৃষ্টি | থাকবে | আরো | কয়েকদিন