আর্কাইভ থেকে ইউরোপ

বিস্ফোরণে কেঁপে উঠলো তুরস্ক, ৬ জনের মৃত্যু

বিস্ফোরণে কেঁপে উঠলো তুরস্ক, ৬ জনের মৃত্যু
তুরস্কের ইস্তাম্বুলের তাকসিম স্কয়ার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয়জন মারা গেছেন।আহত হয়েছেন ৮১ জন। জানিয়েছেন ইস্তাম্বুল শহরের গভর্নর আলী ইয়ারলিকায়া। রোববার (১৩ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিট) ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। সোমবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির দেয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, তাকসিম স্কয়ার মূলত কেনাকাটা করার সড়ক হিসেবে পরিচিত। সেখানে লোকজনের ভিড় থাকে। বিস্ফোরণের পর সেখানকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। বিবিসি বলেছে, বিস্ফোরণস্থল এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। সেখানে অ্যাম্বুলেন্স অবস্থান করছে। আকাশে হেলিকপ্টার টহল দিচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, দুষ্কৃতকারীদের শাস্তি দেয়া হবে। ওই সড়কের দোকানিরা দোকানপাট বন্ধ করে দিয়েছেন। বিস্ফোরণের ঘটনাটি ওই এলাকার মানুষের কাছে বড় ধরনের ধাক্কা। এর আগেও ২০১৬ সালে এক আত্মঘাতী হামলাকারী ওই সড়কে হামলার চেষ্টা করেছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন বিস্ফোরণে | কেঁপে | উঠলো | তুরস্ক | ৬ | জনের | মৃত্যু