আর্কাইভ থেকে ক্রিকেট

২০২৭ বিশ্বকাপের একক আয়োজক হতে চায় বাংলাদেশ

২০২৭ বিশ্বকাপের একক আয়োজক হতে চায় বাংলাদেশ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হতে চায় বাংলাদেশ। আইসিসি বিডিং পদ্ধতিতে স্বাগতিক নির্বাচনের ঘোষণা দেয়ায় একক আয়োজক হতে আত্মবিশ্বাসী বিসিবি। আশা দেখাচ্ছে দেশের ক্রিকেট অবকাঠামো। চলতি মাসের ১৫ তারিখ বোর্ড সভায় এ বিষয়ে আলোচনা হবে। শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম আর ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি হবে মূল এজেন্ডা।
 
২০১১ বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার সাথে যৌথভাবে প্রথমবার আয়োজক হয়েছিলো বাংলাদেশ। গ্রুপ পর্বের ৬ ম্যাচের সাথে নক আউট পর্বের ২টি ম্যাচ গড়ায় ঢাকা ও চট্টগ্রামে। এরপর ২০১৪তে এককভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করে বাংলাদেশ।

এবার লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ। গেলো সপ্তাহে ২০৩১ পর্যন্ত বৈশ্বিক ইভেন্টের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যে তালিকায় চোখ বিসিবির।

চলতি মাসের বোর্ড সভায় বিসিবি নির্বাচন আর এজিএমের তারিখও চূড়ান্ত হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন ২০২৭ | বিশ্বকাপের | একক | আয়োজক | হতে | চায় | বাংলাদেশ