আর্কাইভ থেকে দেশজুড়ে

সাড়ে ৭ বছর পর লক্ষ্মীপুর জেলা আ. লীগের সম্মেলন

সাড়ে ৭ বছর পর লক্ষ্মীপুর জেলা আ. লীগের সম্মেলন
দীর্ঘ সাড়ে ৭ বছর পর লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ। মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা স্টেডিয়াম মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়েছেন। সম্মেলনের উদ্বোধন করবেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আরেক সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে। পদ প্রত্যাশী নেতা ও তাদের কর্মী সমর্থকদের ব্যানার পোস্টারে ছেয়ে গেছে চারপাশ। ১ম অধিবেশনে কেন্দ্রীয় নেতারা তৃণমূল নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আর ২য় অধিবেশনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। প্রসঙ্গত, এর আগে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৫ সালের ৩ মার্চ।

এ সম্পর্কিত আরও পড়ুন সাড়ে | ৭ | বছর | লক্ষ্মীপুর | জেলা | আ | লীগের | সম্মেলন