আর্কাইভ থেকে দেশজুড়ে

প্রতিটি বাহিনীকে প্রযুক্তিজ্ঞান সম্পন্ন করাই লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রতিটি বাহিনীকে প্রযুক্তিজ্ঞান সম্পন্ন করাই লক্ষ্য: প্রধানমন্ত্রী
শান্তিরক্ষা মিশনে আমাদের বিমান বাহিনী অত্যন্ত চমৎকার ভূমিকা পালন করছে। তারা অত্যন্ত চৌকস দক্ষ । সঙ্গে আমাদের মেয়েদেরও বিমানবাহিনীতে যোগ করা হয়েছে। প্রতিটি বাহিনীকে প্রযুক্তিজ্ঞান সম্পন্ন করাই সরকারের লক্ষ্য। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোর বিমানবাহিনীর কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি আমাদের প্রতিরক্ষা নীতিমালা করে গিয়েছিলেন, আমরা তা বাস্তবায়ন করছি। শেখ হাসিনা আরও বলেন, আমাদের বিমানবাহিনীর একটি গৌরব উজ্জ্বল অধ্যায় রয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধের। সরকারপ্রধান জানান, বিমানবাহিনীতে নতুন করে বেশ কিছু বিমান সংযোজন করা হয়েছে। শেখ হাসিনা বলেছেন, অনেক দেশে যখন দুর্ঘটনা হয়, আমরা তাদের সহযোগীতা করি, আবার আমাদের দেশে যখন ঝড়, বন্যা বা দুঘর্টনা ঘটে তখন বিমানবাহিনীর সদস্য, সশস্ত্রবাহিনীর সদস্যরা জনগণের পাশে দাঁড়ায়, জনগণের সেবা করে, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রতিটি | বাহিনীকে | প্রযুক্তিজ্ঞান | সম্পন্ন | করাই | লক্ষ্য | প্রধানমন্ত্রী