আর্কাইভ থেকে শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত সিদ্ধান্ত ১ ডিসেম্বর

একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত সিদ্ধান্ত ১ ডিসেম্বর
একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত সিদ্ধান্ত হবে ১ ডিসেম্বর। তবে ইতিমধ্যে একটি খসড়া তৈরি হয়েছে। খসড়া অনুযায়ী একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৮ ডিসেম্বর। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। জানিয়েছে শিক্ষা বোর্ড কর্মকর্তারা । আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে আলাদা দু’টি ভর্তি নীতিমালায় এসব প্রস্তাব করা হয়েছে। খসড়ায় আরো বলা্ হয়েছে, প্রথম পর্যায়ে ফল প্রকাশ হবে ৩১ ডিসেম্বর। প্রথম পর্যায়ে যারা ভর্তির সুযোগ পাবে না, তাদের দ্বিতীয় পর্যায়ে আবেদনের সুযোগ থাকবে। এই পর্যায়ের আবেদন চলবে ৯ ও ১০ জানুয়ারি। এই পর্বের ফল প্রকাশ ১২ জানুয়ারি। এসএসসির ফল প্রকাশের পর পরই শিক্ষার্থী ও অভিভাবকরা ভর্তি নিয়ে নানা উদ্বেগ-উৎকণ্ঠায় থাকেন। কোথায় ভর্তি হবে? ভালো মানের, পছন্দের কলেজে ভর্তির সুযোগ হবে তো? এমন প্রশ্নের উত্তর খুঁজছেন তারা। খোঁজখবর রাখছেন কবে থেকে আবেদন শুরু। কীভাবে, কোন প্রক্রিয়ায় ভর্তি হতে হবে—এমন নানা তথ্য। তবে আশার খবর এই যে, এবারে এসএসসিতে পাশ করা সব শিক্ষার্থী ভর্তি হওয়ার পরও সাড়ে ৭ লাখ আসন ফাঁকা থাকবে। ভর্তির জন্য ওয়েবসাইট xiclassadmission.gov.bd-তে আবেদন করতে হবে। সেখানে শিক্ষার্থীরা সর্বনিন্ম পাঁচটি ও সর্বোচ্চ ১০টি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে পারবে। খসড়া নীতিমালায় উন্মুক্ত বিশ্বিবিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রাম আর পলিটেকনিকের মতোই বয়সসীমা তুলে দেয়ার চিন্তা আছে। যেসব শিক্ষার্থী এসএসসি ও দাখিলের ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছে তাদের আবেদনের শেষ তারিখ আলাদাভাবে ঠিক করা হবে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য ১ জানুয়ারি প্রকাশ করা হবে বলে জানা যায়। এসব বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, উচ্চমাধ্যমিকে ভর্তির খসড়া নীতিমালা অনুমোদনে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি চূড়ান্ত করতে বৃহস্পতিবার সভা ডাকা হয়েছে। চূড়ান্ত হওয়ার পর সেটি প্রকাশ করা হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশে ভর্তির আবেদন আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু করার প্রস্তাব রয়েছে। তিনি আরও বলেন, সারা দেশে ২৫ লাখের মতো আসন আছে। আর ঢাকায় আসন আছে ৫ লাখ। তাই ভর্তির আসন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।  

এ সম্পর্কিত আরও পড়ুন একাদশ | শ্রেণিতে | ভর্তির | চূড়ান্ত | সিদ্ধান্ত | ১ | ডিসেম্বর