আর্কাইভ থেকে জাতীয়

১১ ফেব্রুয়ারি কবি মনিরউদ্দীন ইউসুফের ৩৪তম মৃত্যু- বার্ষিকী

১১ ফেব্রুয়ারি কবি মনিরউদ্দীন ইউসুফের ৩৪তম মৃত্যু- বার্ষিকী

 ১১ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার বাংলা সাহিত্যের অন্যতম কবি, দার্শনিক, চিন্তাবিদ, গবেষক ও বহু ভাষাবিদ মনিরউদ্দীন ইউসুফের ৩৪তম মৃত্যু- বার্ষিকী ।

১৩ ফেব্রুয়ারি কবির ১০২তম জন্মদিন ।

ইরানের জাতীয় কবি ফের- দৌসী রচিত বিশ্ব সাহিত্যের অমর মহা- কাব্য 'শাহনামা'র অনুবাদকরূপে কবি ইউসুফ স্মরণীয় হয়ে আছেন ।

এই বরেণ্য সাহিত্যিকের বহুল পঠিত গ্রন্হগুলোর মধ্যে বাংলায় প্রথম গজলকাব্য 'বেতস পাতা জলের ধারা', মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'পনসের কাঁটা', গবেষণাগ্রন্হ 'বাংলাদেশের সার্বিক অগ্রগতির লক্ষ্যে একটি প্রস্তাব', 'ছোটদের ইসলাম পরিচয়' ও ছড়াসংকলন-'চলো যাই ছড়ার দেশে' এবং আত্মজীবনী 'আমার জীবন আমার অভিজ্ঞতা'সহ বহুল পঠিত উল্লেখযোগ্য গ্রন্হ । সাহিত্যে মূল্যবান অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকসহ নানাবিধ পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি ।

মরহুম স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামসহ দেশের নানাবিধ সাহিত্য- সাংস্কৃতিক সংগঠন আলাদা কর্মসূচি প্রণয়ন করছে ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বাদ আসর্ মোহাম্মদপুরস্হ ঢাকা উদ্যানে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিম- খানা এক দু'আ মাহফিলের আয়োজন করেছে ।

একইদিন বাদ জু'মা কবির পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের বৌলাই সাহেব বাড়ি জামে মসজিদ ও বৌলাই চৌরাস্তা জামে মসজিদে দু'আয়ে মাহফিল অনুষ্ঠিত হবে।

এস মুন্নী

এ সম্পর্কিত আরও পড়ুন ১১ | ফেব্রুয়ারি | কবি | মনিরউদ্দীন | ইউসুফের | ৩৪তম | মৃত্যু | বার্ষিকী