বাংলাদেশ

ত্রিপুরায় চার নারীসহ ১১ বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনুপ্রবেশের অভিযোগে ভারতের ত্রিপুরা রাজ্যে চার নারীসহ ১১ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যটির রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে এসব বাংলাদেশিদের গ্রেপ্তার করে।

এসব বাংলাদেশিদের অনুপ্রবেশে সহায়তা করায় ভারতীয় তিন নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।      

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেলওয়ে পুলিশ আগরতলা রেলওয়ে স্টেশন থেকে এসব বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে। ওই বাংলাদেশিরা ট্রেনে করে চেন্নাই ও আহমেদাবাদ যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

গ্রেপ্তারকৃতদের রোববার স্থানীয় আদালতে তোলা হয়। পরে আদালতে তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে।

 

 এনএস/ 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ত্রিপুরা