সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করা বাংলাদেশি যুবক শাকিল খলিফা (২৪) ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য (বিএসএফ)। শাকিল খলিফা নামের ওই তরুণ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মৃত আক্কাস খলিফার ছেলে। তবে সে কখন কোন সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রেবেশ করে এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর সীমান্তবর্তী দুই দেশের শূন্যরেখায় বিজিবির সঙ্গে পতাকা বৈঠক শেষে ওই তরুণকে ফেরত দেয় বিএসএফ।
জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের লঙ্কামুড়া বিএসএফের একটি টহল দল তাঁকে আটক করে। আজ সকালে ভারতের লঙ্কামুড়া বিএসএফ বিষয়টি বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) আওতাধীন ফকিরমুড়া সদস্যদের অবগত করেন। পরে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর সীমান্তের দুই দেশের শূন্যরেখায় লঙ্কামুড়া বিএসএফের সদস্যদের সঙ্গে আখাউড়ার ফকিরমুড়া বিজিবির সদস্যদের একটি পতাকা বৈঠক হয়। ওই বৈঠক শেষে বাংলাদেশি তরুণ শাকিলকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ বলেন, ‘শাকিল অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়।সোমবার পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরত দিয়েছে বিএসএফ। তাঁকে সাধারণ ডায়েরি মূলে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।’
আই/এ