দেশজুড়ে

খর্বাকৃতির দম্পতির পাশে দাঁড়াল জেলা প্রশাসন

ব্রাক্ষ্মণবাড়িয়া প্রতিনিধি

খর্বাকৃতির ফরহাদআরিফা দম্পতির পাশে দাঁড়িয়েছেন ব্রাক্ষ্মণবাড়িয়ার জেলা প্রশাসক তাদের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়ায় সরকারি জায়গায় নির্মিত একটি কনফেকশনারি দোকানের চাবি আনুষ্ঠানিকভাবে দম্পতির হাতে তুলে দেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

জানা যায়, মোহাম্মদ ফরহাদ মিয়া (উচ্চতা ৩ ফুট) ও তার স্ত্রী আরিফা আক্তার (উচ্চতা আড়াই ফুট) দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছিলেন। ফরহাদ পেশায় রুপার চেইনের কারিগর হলেও শারীরিক অসুস্থতার কারণে আগের মতো কাজ করতে পারছিলেন না। ফলে দৈনিক আয় উল্লেখযোগ্যভাবে কমে যায়। প্রতিবন্ধী ভাতা ও অল্প আয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়ে।

বিষয়টি নজরে আসার পর জেলা প্রশাসনের নির্দেশে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূইয়া উদ্যোগ নেন দম্পতির কর্মসংস্থানের ব্যবস্থা করতে। প্রাথমিক সহায়তার পাশাপাশি উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রামরাইল ইউনিয়ন পরিষদের পাশে সরকারি জায়গায় একটি কনফেকশনারি দোকান নির্মাণ করে দেওয়া হয়।

এসময় জেলা প্রশাসক বলেন, শারীরিক সীমাবদ্ধতার কারণে অনেকেই স্বাভাবিক কাজের সুযোগ পান না। তাই প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য সম্মানজনক ও হালাল উপায়ে জীবিকা নির্বাহের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী জেলা প্রশাসন তাদের পাশে থাকবে

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাক্ষ্মণবাড়িয়া