চলমান ভয়াবহ বন্যায় ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ফেনী জেলায়।
বুধবার (২৯ আগস্ট) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ তথ্য জানায়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কুমিল্লায় ১৪ জন, ফেনীতে ১৭ জন, চট্রগ্রামে ৬ জন, নোয়াখালীতে ৮ জন , কক্সবাজারে ৩ জন এবং খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, ব্রাক্ষ্মণবাড়িয়ায় ১ জন করে মারা গেছেন।
এছাড়া বন্যায় ১০ লাখ ৭২ হাজার ৫৭৯ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট তিন হাজার ৪০৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মোট পাঁচ লাখ দুই হাজার ৫০১ জন মানুষ এবং ৩৬ হাজার ৪৪৮টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে।
আই/এ