খেলাধুলা

নিউজিল্যান্ডের নতুন বোলিং কোচ জ্যাকব ওরাম

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রিকেটার থাকাকালীন সময়ে জ্যাকব ওরাম ছবি: গেটি ইমেজ

নিউজিল্যান্ডের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন জ্যাকব ওরাম। তিনি শেন জার্গেনসনের শূন্য পদে জায়গা করে নিয়েছেন। এর আগেও নিউজিল্যান্ডের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ওরাম। 

বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্ট সফরে কিউইদের বোলিং কোচের দায়িত্বে ছিলেন ওরাম। এছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন এই সাবেক ক্রিকেটার। 

ওরাম বলেন, ‘আমি ব্ল্যাকক্যাপসদের হয়ে আবারও ফিরতে পেরে বেশ রোমাঞ্চিত বোধ করছি।‘ 

‘যে দল আমার কাছে বিশেষ কিছু, যে দল আমার জীবনের বড় একটা অংশ- সেখানে যুক্ত হতে পারা বেশ সম্মানের।‘ 

নিউজিল্যান্ডের বেশ কিছু নতুন মুখের সঙ্গে দেখা হবে ওরামের। যেখানে বেন সিয়ার্স ও উইল ও রউরকের মতো তরুণরা রয়েছেন। যারা নিজেদের পেস বোলিং দিয়ে ইতোমধ্যে বেশ আশা জুগিয়েছেন। 

ওরাম ২০১৪ সালে তার কোচিং ক্যারিয়ার শুরু করেন। যেখানে তিনি নিউজিল্যান্ড এ দলের হয়ে এবং পরবর্তীতে নারী দলের হয়ে কোচিং করান। এছাড়াও নিউজিল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ সুপার স্ম্যাশ, আবু ধাবি টি-টেন লিগ, দক্ষিণ আফ্রিকার এসএটোয়েন্টি লিগের কোচিং করিয়েছেন তিনি। 

আগামী ৭ অক্টোবর নতুন এই দায়িত্ব গ্রহণ করবেন ওরাম। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন নিউজিল্যান্ড | জ্যাকব ওরাম | বোলিং কোচ