খুন হয়েছে নারায়ণগঞ্জ জেলায়।এঘটনায় মামলা হয়েছে সিরাজগঞ্জ জেলায়। আর আসামির তালিকায় রয়েছে ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সৌদি আরবপ্রবাসী শেখ রাকিব উদ্দিন ও তার পরিবারের সদস্যদের নাম। এ মামলাকে মিথ্যা, হয়রানি ও প্রতারণামূলক দাবি করে মামলা থেকে অব্যাহতি চেয়ে ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রশাসনসহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসী শেখ রাকিব উদ্দিন।
রোববার(২৩ মার্চ) রাজধানী রিয়াদের একটি হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সৌদিপ্রবাসী শেখ রাকিব উদ্দিন এ আবেদন জানান। রিয়াদস্থ প্রবাসী ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা শাখা বিএনপি ও এর অঙ্গ সংগঠন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
শেখ রাকিব উদ্দিন বর্তমানে বিএনপির রিয়াদস্থ সরাইল উপজেলা শাখা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।এছাড়া, রিয়াদস্থ প্রবাসী ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা শাখা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিসেবেও তিনি কাজ করছেন।
সংবাদ সম্মেলনে শেখ রাকিব উদ্দিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, তিনি ছাত্রজীবন থেকেই বিএনপির কর্মী হিসাবে কাজ করছেন। আওয়ামী লীগের কর্মী বানিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। রাকিবের অভিযোগ, তার কাছ থেকে চাদা দাবি করে একটি কুচক্রী মহল। তবে চাদা না পেয়ে আওয়ামী লীগের কর্মী বানিয়ে মিথ্যা মামলায় জড়িয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত রিয়াদস্থ প্রবাসী ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখা বিএনপির নেতা মামুনুর রশিদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন--‘ উনি(শেখ রাকিব) গত ছয় বছর ধরে সৌদি আরবে একটানা অবস্থান করছেন। অথচ উনার নামে মামলা হয়েছে গেলো ৯ মার্চ। মামলা হলো-মার্ডার হইছে নারায়ণগঞ্জে, বাদী হইছে সিরাজগঞ্জের, আসামি হইছে সরাইলের। এটি কতটুকু ষড়যন্ত্রমূলক হতে পারে আপনারা সাংবাদিকরা আছেন, আপনারাই জিনিটা বুঝে নেন। উনাকে হয়রানি করার জন্য এ মামলায় জড়ানো হয়েছে। যে তারিখে খুন হয়েছে উনি(শেখ রাকিব) ওই তারিখে সৌদি আরবে ছিলেন। উনার পাসপোর্টে এমন কোনো সিল পাবে না যে চলতি বছরের ৯ মার্চ উনি বাংলাদেশে ছিলেন এবং নারায়ণগঞ্জ উপস্থিত ছিলেন। এমন কোনো এভিডেন্স পাওয়া যাবে না কারণ উনি গত ছয় বছর ধরে একটানা সৌদি আরবে অবস্থান করতেছেন। উনার নামে মামলা দেওয়ার কারণটা হলো-উনি দেশে কিছু জায়গা জমি কিনেছিলেন। ওই জায়গা জমির দলিল করতে যাওয়ার পর কয়েকজন লোক তার কাছে চাঁদা দাবি করে এবং জায়গার একটা অংশ দেওয়ার দাবি জানায়। বিনা পয়সায় জায়গার একটা অংশ দিয়ে দেওয়ার জন্য বলছে। চাঁদা ও জমির একটা অংশ না দেওয়ায় শেখ রাকিব উদ্দিন ও তার পরিবারের সদস্যদের নাম সিরাজগঞ্জে দায়ের করা মামলায় জড়িয়ে দিয়েছে। শুধুমাত্র হয়রানি করার জন্য তারা এটা করছে।’
সংবাদ সম্মেলনে রিয়াদস্থ প্রবাসী ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখা বিএনপির নেতা অ্যাডভোকেট সিদ্দিকুর রহমানসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এমআর//