আন্তর্জাতিক

হাদির হত্যাকারীদের ধরিয়ে দিলে ৫৫ লাখ রূপি পুরস্কারের ঘোষণা শিখ সংগঠনের

আন্তর্জাতিক ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ৫৫ লাখ রুপি (ভারতীয় মুদ্রা) পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক শিখ সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)।

সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ঢাকা মহানগর পুলিশের প্রকাশিত বক্তব্য অনুযায়ী হত্যাকাণ্ডে জড়িতরা ঘটনার পর ভারতে পালিয়েছে। এই প্রেক্ষাপটে তাদের বর্তমান অবস্থান নির্ধারণ, গ্রেপ্তার ও প্রত্যর্পণে সহায়তা করতে পারে এমন বিশ্বাসযোগ্য তথ্য দিলে পুরস্কার দেওয়া হবে।

এসএফজের জেনারেল কাউন্সেল গুরপতবন্ত সিং পান্নুন বিবৃতিতে দাবি করেন, ওসমান হাদির হত্যাকাণ্ড সীমান্তপাড়ের সন্ত্রাসী তৎপরতার অংশ এবং এতে ভারতের সরকারের সংশ্লিষ্টতা রয়েছে—যার সঙ্গে কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনার মিল রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সংগঠনটি আরও জানায়, এই পুরস্কার ঘোষণার উদ্দেশ্য হলো, জনসাধারণের সহযোগিতা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যাকারীদের শনাক্ত, গ্রেপ্তার ও প্রত্যর্পণ প্রক্রিয়ায় কার্যকর সহায়তা দেওয়া, যাতে হত্যাকাণ্ডের জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়।

এদিকে রোববার (২৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে। সীমান্ত পার হওয়ার পর প্রথমে পুত্তি নামের একজন ব্যক্তি তাদের গ্রহণ করেন এবং পরে ট্যাক্সিচালক সামি তাদের মেঘালয়ের তুরা শহরে পৌঁছে দেয়।

তবে ডিএমপির এ দাবি নাকচ করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মেঘালয় সীমান্ত দিয়ে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা ভারতে প্রবেশ করেছে—ডিএমপির এমন দাবির কোনো সত্যতা নেই বলে জানিয়েছে বিএসএফ। 

এছাড়া মেঘালয় পুলিশের মহাপরিদর্শক ইদাশিশা নংরাং স্থানীয় গণমাধ্যমকে জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার বা সীমান্ত অতিক্রমের বিষয়ে তাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। 

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ওসমান হাদি #ইনকিলাব মঞ্চ