করোনা সংক্রমন বেরে যাওয়ায় কুষ্টিয়া জেলা সদরের পৌরসভা এলাকায় সাত দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে গেল রাত ১২টা থেকে।
শুক্রবার (১১ জুন) ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে পৌর এলাকায় সকল দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, যান চলাচল বন্ধ করে কঠোর এই বিধিনিষেধ জারি করেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। কঠোর এ বিধিনিষেধ চলবে ১৮ জুন ২০২১ মধ্যরাত পর্যন্ত।
সকাল থেকে পুলিশ শহরে ঢোকার সকল প্রবেশ মুখে সড়কে বাঁশ বেঁধে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে। মাস্ক পরা নিশ্চিত করা, সামাজিক দূরত্ব মানার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানাতে কড়াকড়ি উদ্যোগ নিয়েছে প্রশাসন।
শহরের দোকানপাট, শপিংমল বন্ধ রাখা হয়েছে। কাঁচা বাজার ও নিত্যপণ্যের দোকান স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চালু থাকবে। এছাড়াও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের কয়েকটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।
শেখ সোহান