আর্কাইভ থেকে জাতীয়

‘জুনের পর ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন হবে না’

‘জুনের পর ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন হবে না’
বেসরকারি খাত চাইলে তেল-গ্যাস আমদানি করতে পারে। আগামী জুনের পর থেকে ডিজেলভিত্তিক কেন্দ্র থেকে ‍বিদ্যুৎ উৎপাদন করা হবে না। বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ । শনিবার (৩ ডিসেম্বর) বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এনার্জি ট্রানজিশন: গ্লোবাল কনটেক্স অ্যান্ড বাংলাদেশ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি)। প্রতিমন্ত্রী বলেন, কম খরচে গ্রাহকদের কাছে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য সরকারের। পরিবহন খাতে অনেক জ্বালানি খরচ হচ্ছে। ইউরোপ আমেরিকাতে পরিবহনে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। যা অনেক সাশ্রয়ী। আমাদের ট্রান্সপোর্টে দ্রুত ইলেক্ট্রিক টার্ন করা উচিত। আমাদের তেল খরচ কমাতে হবে। সেক্ষেত্রে পরিবহন ইলেকট্রিসিটি পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, আমাদের জরুরি গ্যাস দরকার হচ্ছে। বিশেষ করে শিল্পকাতে। তারা বলছে, আমার কালকে গ্যাস দরকার। আপনারা কবে ড্রিল করবেন, কবে উত্তলন করবেন আমাদের সেই সময় নেই। সেটা একটা বিষয়।  

এ সম্পর্কিত আরও পড়ুন জুনের | ডিজেলভিত্তিক | বিদ্যুৎ | উৎপাদন | হবে