আর্কাইভ থেকে জাতীয়

খালেদা-এরশাদকে আমরা উৎখাত করেছি: প্রধানমন্ত্রী

খালেদা-এরশাদকে আমরা উৎখাত করেছি: প্রধানমন্ত্রী
খালেদা জিয়াকে উৎখাত করেছি। এরশাদকে আমরা উৎখাত করেছি। জিয়াকেও উৎখাত করতে পারতাম কিন্তু সে আগেই মরে গেছে। জিয়া নিজের লোকদের হাতেই মারা গেলো। আমাদের বুদ্ধিজীবী, তারা আসলে বুদ্ধিজীবী না, বুদ্ধিপ্রতিবন্ধীজীবী। এই বুদ্ধিজীবীরা ‘একজনকে নেতা মেনে' চোরাকারবারির সঙ্গে মিলে সরকার উৎখাতের চেষ্টা করছে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ছাত্রলীগের ৩০তম সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির কাজই হচ্ছে শিক্ষার পরিবেশ নষ্ট করা। খালেদা জিয়া বলেছিলেন, আওয়ামী লীগকে শিক্ষা দিতে ছাত্রদলই যথেষ্ট। এর প্রতিবাদে আমি ছাত্রলীগের হাতে বই খাতা কলম তুলে দিয়েছিলাম। বলেছিলাম-শিক্ষা শুধু নিজেরাই গ্রহণ করবে না, গ্রামে গিয়ে নিরক্ষর মানুষকে শিক্ষা দেবে। তারা সেটিই করেছে। আমাকে রিপোর্টও দিয়েছে। আমাদের পেটুয়া বাহিনী লাগে না। শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশ আজকে আর সেই দুর্দশাগ্রস্ত বাংলাদেশ নেই। বিএনপি যে গণতন্ত্রের কথা বলে, সেটা গণতন্ত্র না। সেটি 'ক্যান্টমেন্টে বন্দি কাউফিউতন্ত্র'। বিএনপি নেতাদের জিজ্ঞেস করতে পারেন, সেটা ছিল কারফিউতন্ত্র, গণতন্ত্র না। তিনি বলেন, বিজয়ের মাসে ছাত্রলীগের সম্মেলন হচ্ছে। ছাত্রলীগের সব নেতা-কর্মীকে বিজয়ের মাসের অভিনন্দন জানাচ্ছি। কারণ, এ দেশের প্রতিটি সংগ্রামেই ছাত্রলীগের অবদান রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন খালেদাএরশাদকে | উৎখাত | করেছি | প্রধানমন্ত্রী