নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের আফ্রিকা কমান্ড জানিয়েছে, নাইজেরিয়ার সরকারের অনুরোধে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং এতে আইএসের একাধিক সদস্য নিহত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের সোকোতো রাজ্যে এ হামলা চালানো হয়।
এই হামলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে নাইজেরিয়ায় প্রথম সরাসরি সামরিক পদক্ষেপ। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর সহিংসতা ও হত্যাকাণ্ড চললে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। হামলার পর ট্রাম্প বলেন, ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে আগেই সতর্কবার্তা দেয়া হয়েছিল।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য দেখা যায়। তবে অভিযানের বিস্তারিত বা নিহতের সঠিক সংখ্যা জানানো হয়নি।
এই হামলাকে কেউ কেউ স্বাগত জানালেও, সমালোচকদের মতে এতে নাইজেরিয়ায় ধর্মীয় উত্তেজনা বাড়তে পারে। নাইজেরিয়ার সরকার ও স্বাধীন বিশ্লেষকেরা সহিংসতাকে ধর্মীয় নিপীড়নের কাঠামোয় দেখার দাবি নাকচ করেছে।
এসএইচ//