আর্কাইভ থেকে এশিয়া

ইন্দোনেশিয়া বিয়ের আগে যৌন সম্পর্ক করলেই জেল

ইন্দোনেশিয়া বিয়ের আগে যৌন সম্পর্ক করলেই জেল
বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের শাস্তির নতুন একটি আইন পাস হয়েছে। নতুন আইন অনুযায়ী কেউ বিয়ের আগে যৌন সম্পর্ক স্থাপন করলে এক বছরের জেল দেয়া হবে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দেশটির পার্লামেন্ট নতুন এই আইনের অনুমোদন দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির দেয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। জানা যায়, এ আইনের উল্লেখযোগ্য সংশোধনগুলো হলো- বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কের জন্য এক বছর পর্যন্ত জেল, প্রেসিডেন্টকে অপমান করা ও প্যানকাসিলা নামে পরিচিত জাতীয় আদর্শের বিপরীত মতামত প্রকাশের জন্য শাস্তি প্রণয়ন। আইনটি তৈরির সঙ্গে সংশ্লিষ্ট আইনপ্রণেতা বামবাং উরুয়ান্তো জানান, নতুন এ আইন ইন্দোনেশিয়ার নাগরিক ছাড়াও ইন্দোনেশিয়ায় যাওয়া বিদেশিদের জন্যও প্রযোজ্য হবে। ‘তবে স্বপ্রণোদিত হয়ে বিবাহবহির্ভূত যৌন সম্পর্কে লিপ্ত হওয়া কেউ এ আইনের আওতায় পড়বেন না। কেবল অভিযুক্তদের নিকটাত্মীয়রা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ দিলেই ব্যবস্থা নেওয়া হবে।’ কারও স্বামী-স্ত্রী যদি অন্য কোনো নারী-পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে জড়ান, তাহলে ভুক্তভোগী ব্যক্তিও পুলিশের কাছে অভিযোগ দিতে পারবেন। অন্যদিকে, অবিবাহিতদের ক্ষেত্রে প্রধান সাক্ষী হিসেবে অভিযোগ দিতে পারবেন তাদের মা-বাবা। ইন্দোনেশিয়ায় বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে তৈরি এ আইন সংসদে প্রথম উত্থাপন করা হয় ২০১৯ সালে। সে বছর অনেকেই এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ইন্দোনেশিয়া | বিয়ের | আগে | যৌন | সম্পর্ক | করলেই | জেল