আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

১০ মিনিটের মহাকাশ ভ্রমণে ২৩৮ কোটি টাকার টিকিট!

১০ মিনিটের মহাকাশ ভ্রমণে ২৩৮ কোটি টাকার টিকিট!

মাত্র দশ মিনিটের জন্য মহাকাশে ঘুরতে যাওয়ার টিকিট ২৩৮ কোটি টাকায় কিনে নিয়েছেন একজন ব্যক্তি। মহাকাশ যাত্রায় আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সঙ্গী হতে দর হেঁকে নিলামে জেতেন তিনি। তবে টিকিট ক্রেতার নাম প্রকাশ করেনি ব্লু অরিজিন। ওই ব্যক্তি মাত্র দশ মিনিটের মহাকাশ যাত্রায় জেফ বেজোসের সফরসঙ্গী হচ্ছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল শনিবার এই নিলামের আয়োজন করে বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন কোম্পানি। এক টুইট বার্তায় কোম্পানিটি জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে নিলামে বিজয়ী ব্যক্তির নাম জানানো হবে।

ফিনানশিয়াল টাইমস জানায়, বেসরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো মহাকাশ পর্যটনের সুযোগ দিতে এই ভ্রমণের আয়োজন করেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। মহাশূন্য অভিযানে যেতে নিলাম প্রক্রিয়ায় অংশ নেয় ১৪০টির বেশি দেশের প্রায় ছয় হাজার মানুষ। ব্লু অরিজিনের আয়োজনে মহাকাশ পর্যটনে বেজোস ও তার ভাই মার্কের সহযাত্রী হবেন নাম প্রকাশ না করা ওই টিকিটক্রেতা।

প্রায় দুই মাস ধরে অনলাইনে চলে এই নিলাম। এর আগে সবচেয়ে বেশি দর উঠেছিল পাঁচ মিলিয়ন ডলারের নিচে। তবে, ওই দর পাঁচ গুণের বেশি হয়ে যায় শনিবারের নিলামে। টিকিট বিক্রির অর্থ ব্লু অরিজিনের ফাউন্ডেশন ক্লাব ফর দ্য ফিউচার-কে দেওয়া হবে।

মহাকাশ ভ্রমণের স্বাদ দিতে আগামী ২০ জুলাই নিউ শেপার্ড ক্যাপসুলের ফ্লাইটে ওই যাত্রীদের ভূ-পৃষ্ঠ থেকে এক শ’ কিলোমিটার উপরে নিয়ে যাওয়া হবে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ১০ | মিনিটের | মহাকাশ | ভ্রমণে | ২৩৮ | কোটি | টাকার | টিকিট