আর্কাইভ থেকে আইন-বিচার

বাংলাদেশে আল-জাজিরা সম্প্রচার বন্ধে রিটের শুনানি বিকেলে

বাংলাদেশে আল-জাজিরা সম্প্রচার বন্ধে রিটের শুনানি বিকেলে

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজ মঙ্গলবার বিকেল পৌনে চারটায় হাইকোর্টে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে আদালতের কার্যক্রম শুরু হলে বিষয়টির গুরুত্ব তুলে ধরে রিটের ওপর আজই শুনানির আরজি জানান রিট আবেদনকারী আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই সময় নির্ধারণ করেন।

শুনানিতে বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব উপস্থিত ছিলেন।

আল-জাজিরায় গত ১ ফেব্রুয়ারি রাতে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করা হয়। প্রতিবেদনটিকে ‘মিথ্যা ও অবমাননাকর’ আখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাইদুল শুভ

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশে | আলজাজিরা | সম্প্রচার | বন্ধে | রিটের | শুনানি | বিকেলে