আর্কাইভ থেকে বিএনপি

বিএনপির সমাবেশ হবে কিনা জানা যাবে বিকেলে

বিএনপির সমাবেশ হবে কিনা জানা যাবে বিকেলে
ঢাকার প্রাণকেন্দ্রের যেকোনো স্থানে গণসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ বিকেল তিনটায় দলীয় সিদ্ধান্ত জানানোসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। আজ শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে। বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, ঢাকার প্রাণকেন্দ্র, অর্থাৎ নয়াপল্টনের বাইরে আরামবাগ, মতিঝিল, কমলাপুর, গোলাপবাগ  এ সব জায়গার যে কোনোটিতে তাঁরা গণসমাবেশ করতে চান। এর বাইরে অন্য কোথাও না যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্থায়ী কমিটি। এ বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা সরকারের সিগনালের অপেক্ষায় আছি। সরকার সমাবেশের অনুমতি দিলেও আমরা  করব, না দিলেও করব। তবে সমাবেশের স্থান ঢাকায় হতে হবে।’ স্থায়ী কমিটির এই সভায় ডিবি কার্যালয়ে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস ছাড়া সবাই অংশ নেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন। গত দুই সপ্তাহ ধরে ১০ ডিসেম্বর বিএনপির ঢাকার বিভাগীয় গণসমাবেশের স্থান নিয়ে বিতর্ক চলছিল। এ বিষয়ে সমঝোতার জন্য  দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরীকে দায়িত্ব দিয়েছিল বিএনপি। গেলো বুধবার বিকেলে পুলিশ নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ থেকে তাঁকে আটক করে নিয়ে গেলে আলোচনার পথ বন্ধ হয়ে যায়। গতকাল বিএনপি আবারও ডিএমপি কমিশনারের কাছে পাঁচ সদস্যের প্রতিনিধি দল পাঠিয়ে আলোচনার পথ খোলে। কিন্তু রাত সোয়া তিনটার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর উত্তরার বাসা থেকে, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তাঁর শাহজাহানপুরের বাসা থেকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।  ডিবি কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির দলের নীতি-নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির জরুরি সভায় বসে। গতকাল রাতে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে ডিএমপি কমিশনারের আলোচনা অনুযায়ী, কমলাপুরে বীর শ্রেষ্ঠ সিপাহি শহীদ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম, নাকি মিরপুর বাঙলা কলেজ মাঠে সমাবেশ হবে—   তা এখনো চূড়ান্ত হয়নি। তবে আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে ডিবি কার্যালয়ের সামনে গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেছেন, কমলাপুর স্টেডিয়াম সমাবেশের জন্য উপযুক্ত নয়। সমাবেশ করতে হলে বিএনপিকে মিরপুর বাঙলা কলেজ মাঠেই করতে হবে। প্রায় তিন মাস আগে বিএনপি ১০ বিভাগীয় শহরে গণসমাবেশ কর্মসূচি ঘোষণা করে। ঢাকায় গণসমাবেশ করতে বিএনপি নয়াপল্টনের জন্য অনুমতি চেয়ে গত ১৩ নভেম্বর ও ২০ নভেম্বর ডিএমপি কমিশনারের কাছে লিখিত আবেদন করে। আগামীকাল শনিবার ঢাকার বিএনপির সমাবেশের দিন। কিন্তু এখনো সমাবেশের স্থান বুঝে পায়নি বিএনপি।

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপির | সমাবেশ | হবে | কিনা | জানা | বিকেলে