আর্কাইভ থেকে জাতীয়

জয় পরামর্শ না দিলে ডিজিটাল বাংলাদেশ করা সম্ভব হতো না : প্রধানমন্ত্রী

জয় পরামর্শ না দিলে ডিজিটাল বাংলাদেশ করা সম্ভব হতো না : প্রধানমন্ত্রী
জয় আমাকে বুদ্ধি দিলো কম্পিউটার যন্ত্রাংশ থেকে টেক্স-ভ্যাট তুলে দিতে। সব সহজ লভ্য করতে হবে। তাই করলাম। আমরা যা যা করলাম, জয় যদি আমাকে পরামর্শ না দিতো আমার পক্ষে তা (ডিজিটাল বাংলাদেশ) করা সম্ভব হতো না। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ ডিসেম্বর) সকালে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ শীর্ষক আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ৯৬ সালে ক্ষমতায় আসার পর টেলিফোন এনালগ ছিলো, তা ডিজিটাল করে দিলাম। সকলে হাতে মোবাইল ফোন দিলাম। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর সব বন্ধ হয়ে যায়। তিনি বলেন, জয় আমাকে পরামর্শ দিলো আমরা ডিজিটাল বাংলাদেশ গড়বো। নির্বাচনী ইশতিহারে আমরা তাই করলাম। শেখ হাসিনা বলেছেন, আগামী ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। (২০৪১ সালের সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশে চলে যাবো। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের চারটি মৌলিক স্তম্ভ। এক, স্মার্ট সিটিজেন। প্রতিটি নাগরিক (সিটিজেন) প্রযুক্তি ব্যবহারে হবে দক্ষ এবং উপযোগী। দুই, স্মার্ট ইকোনমি। আমাদের অর্থনীতির সব লেনদেন ও ব্যবহার হবে প্রযুক্তি নির্ভর। তিন, স্মার্ট গভর্নমেন্ট। সরকারি সব সুযোগ সুবিধা ও কর্মকাণ্ড হবে প্রযুক্তর নির্ভর, প্রযুক্তির ব্যবহার হবে সর্বত্র। এবং সবশেষ স্মার্ট সোসাইটি। আমাদের পুরো সমাজটাই হবে প্রযুক্তি বান্ধব। শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশ করা হয়েছে বলেই করোনাকালে কোনো কাজ থেমে থাকেনি। আমার অফিস থেকে শুরু করে আদালত, বিশ্ববিদ্যালয়, সরকারি অফিসসহ সবকিছু ভার্চুয়ালি চলমান ছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন জয় | পরামর্শ | দিলে | ডিজিটাল | বাংলাদেশ | করা | সম্ভব | হতো | | প্রধানমন্ত্রী