আর্কাইভ থেকে ঢালিউড

ডিবি কার্যালয়ে পরীমনি

ডিবি কার্যালয়ে পরীমনি

ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি, নির্মাতা চয়নিকা চৌধুরী ও পরীমনির কস্টিউম ডিজাইনার জিমিকে রাজধানীর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে ডাকা হয়েছে। 

মঙ্গলবার (১৫ জুন) বিকেল  ৪টার দিকে তারা ডিবি কার্যালয়ে গিয়েছেন।

জানা যায়, মামলার বাদী হিসেবে পরীমনিকে ডাকা হয়েছে। ঘটনার আরও বিস্তারিত জানার জন্য তাদেরকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। ১৩ জুন সংবাদ সম্মেলন থেকে শুরু করে অনেকটা সময় পরীমনির সঙ্গে ছিলেন চয়নিকা চৌধুরী। তাই তাকে ডাকা হয়েছে।

ডিবি কার্যালয়ে একটি ঘরোয়া বৈঠক চলছে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। এছাড়া মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পরীমনিকে ঘটনাস্থলে নেওয়া হতে পারে বলেও জানা গেছে।

এদিকে গত রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন এই অভিনেত্রী। এসময় স্ট্যাটাসে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে তার সহায়তা চেয়েছেন।

সেই ঘটনায় সাভার থানায় একটি মামলা হয়। গতকাল গ্রেফতার হন মূল অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজন। 

এ সম্পর্কিত আরও পড়ুন ডিবি | কার্যালয়ে | পরীমনি