আর্কাইভ থেকে অপরাধ

জামায়াতের আমিরকে গ্রেপ্তারের কারণ জানালো পুলিশ

জামায়াতের আমিরকে গ্রেপ্তারের কারণ জানালো পুলিশ
সোমবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে জামায়াতের আমির ডা. মো. শফিকুর রহমানকে তুলে আনে পুলিশ। পরে সকালে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি)প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে জামায়াতের আমির ডা. মো. শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, তার ছেলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জামায়াতের আমিরের ছেলে গ্রেপ্তার ডা. রাফাত চৌধুরী নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক ছিলেন। এদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে দলটি। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে জামায়াতের পক্ষ থেকে ড. শফিকুল ইসলাম মাসুদ দাবি করেন, বাংলাদেশের গণমানুষের মুক্তির জন্য ১০ দফা কর্মসূচি ঘোষণা করার পরপরেই এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার অত্যন্ত ন্যক্কারজনকভাবে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারর করেছে। আমরা এই গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আমিরে জামায়াতের মুক্তির দাবি জানাচ্ছি।

এ সম্পর্কিত আরও পড়ুন জামায়াতের | আমিরকে | গ্রেপ্তারের | কারণ | জানালো | পুলিশ