আর্কাইভ থেকে দেশজুড়ে

সেতু নির্মাণে ধীরগতি, চলাচলে ভোগান্তি

সেতু নির্মাণে ধীরগতি, চলাচলে ভোগান্তি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের  ইছাপুরা বাজার থেকে রাজধানীর খিলক্ষেত পাতিরায় বালু নদীর ওপর উভয়পাশে ৩২০ মিটার পিএসসি গার্ডার সেতু নির্মাণাধীন রয়েছে গত ৪ বছর ধরে। সেতুটি ২০১৭-২০১৮ অর্থবছরের বিল পাস হয় ৩৮ কোটি ৮৮ লাখ টাকা  ব্যয়ে। ২০১৮ সালের ১৩ জুলাই কাজ শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি ২০২১ সালে শেষ হওয়ার কথা। তবে আরো দু'বছর অপেক্ষার কথা বললেন কর্তৃপক্ষ। বালু নদীর ওপর নির্মিত সেতুটির কাজ ২০২১ সালে বুঝিয়ে দেয়ার কথা ছিলো। কিন্তু আরও দু বছর সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে স্থানীয় পথচারী ও শিক্ষার্থীরা নদী পার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। সেতুটি সময়মতো না হওয়ায় স্থানীয় ১৫ গ্রামের বৃহত্তর হাট ইছাপুরা বাজারের ব্যবসায়ীদের কমেছে কেনাবেচা। ফলে বাড়ছে ভোগান্তি চরমে। এদিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই সেতু নির্মাণ শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সেতুর  সুপারভাইজর ও রূপগঞ্জ উপজেলা এলজিইডি'র প্রধান প্রকৌশলী ৷ সেতুর এক পাশে রাজধানী, অন্যপাশে পূর্বাচল নতুন শহর আর নারায়ণগঞ্জের রূপগঞ্জের জনপদ। গত ৪ বছর ধরে  রাজধানীর সঙ্গে যোগাযোগ বন্ধ থাকায় বাড়ছে দূর্ভোগ। ফলে এ সেতুটির নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবী জানিয়েছেন এলাকাবাসি।

এ সম্পর্কিত আরও পড়ুন সেতু | নির্মাণে | ধীরগতি | চলাচলে | ভোগান্তি