আর্কাইভ থেকে অপরাধ

পঞ্চগড়ে ২০০ বস্তা চাসহ ট্রাক আটক

পঞ্চগড়ে ২০০ বস্তা চাসহ ট্রাক আটক

পঞ্চগড়ের সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে চা পাচারের সময় ২০০ বস্তা চাসহ একটি ট্রাক আটক করেছে পঞ্চগড় কাস্টমস এক্সইজ ও ভ্যাট সার্কেল। ওই চাগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লক্ষ টাকা।

মঙ্গলবার রাতে জেলার সদর উপজেলার খালপাড়া এলাকায় আল আমিন টি হাউজের সামনে ট্রাক থেকে চা আনলোড করার সময় ওই ট্রাকটি আটক করা হয়।

পঞ্চগড় কাস্টমস এক্সইজ ও ভ্যাট সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা জাহিদ হাসান জানান, উৎপাদিত চা চট্টগ্রাম ওয়্যার হাউজে সিলগালা করে নিলাম বাজারে পাঠানো হয়। কিন্তু চা লোড করে ট্রাকটি চট্রগ্রামে না গিয়ে স্থানীয় আল আমিন টি হাউজের সামনে ট্রাক থেকে চা আনলোড করছিল। গোপন খবরে সেখানে যাই এবং রাজস্ব ফাঁকি দিয়ে চা পাচারের অপরাধে চাসহ ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত ট্রাকটি পঞ্চগড় সদর থানা পুলিশ হেফাজতে দেয়া হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আককাস আহমদ পাচারের সময় চাসহ ট্রাক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন পঞ্চগড়ে | ২০০ | বস্তা | চাসহ | ট্রাক | আটক