আর্কাইভ থেকে করোনা ভাইরাস

নিউ ইয়র্কে উঠে গেলো করোনার বিধিনিষেধ

নিউ ইয়র্কে উঠে গেলো করোনার বিধিনিষেধ

যুক্তরাষ্ট্রে কমে গেছে করোনা সংক্রমণ ও মৃত্যু। এ কারণে নিউ ইয়র্কে করোনার বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। আতশবাজি পুড়িয়ে বিষয়টি উদযাপন করছে নিউ ইয়র্কবাসী।

মার্কিন গণমাধ্যমগুলো জানায়, অনেক দিন পর বিধিনিষেধ থেকে মুক্ত হয়েছে নিউ ইয়র্কবাসী। সেখানে করোনার সংক্রমণ ও মৃত্যু কমে যাওয়ায় সব কিছু খুলে দেওয়া হয়েছে। করোনা টিকার অন্তত এক ডোজ নিয়েছে ৭০ শতাংশ মানুষ।  

আতশবাজি আলোয় বিধিনিষেধ তুলে নেওয়া উদযাপন করছে নিউ ইয়র্কবাসী। বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে আরেক অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াতেও।   

যুক্তরাষ্ট্রে ২০১৯ সালের ডিসেম্বর থেকে করোনার অস্তিত্ব ছিল বলে দাবি করা হয়েছে এক গবেষণায়। ২০২০ এর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ২৪ হাজার মার্কিনীর রক্ত পরীক্ষা করে নয়জনের শরীরে সার্স-সিওভি-টু ভাইরাসের অ্যান্টিবডি পেয়েছে দ্য ন্যাশনাল ইনস্টিটিটিউস অব হেলথের গবেষকরা।  

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন নিউ | ইয়র্কে | উঠে | গেলো | করোনার | বিধিনিষেধ