আর্কাইভ থেকে দেশজুড়ে

নিয়োগ প্রাপ্ত অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিওভূক্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

নিয়োগ প্রাপ্ত অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিওভূক্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

 

সারা দেশের ন্যায় কুড়িগ্রামে প্রচলিত জনবল কাঠামো সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজসমুহ বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত সারা দেশে সাড়ে ৫ হাজার অনার্স মাস্টার্স শিক্ষককে দ্রুত এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা।

আজ মঙ্গলবার ( ৯ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো. হারুন অর রশিদ বলেন, প্রচলিত কাঠামোতে অন্তর্ভুক্ত করে সারা দেশে সাড়ে ৫ হাজার জন অনার্স মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করা জোর দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো. হারুন অর রশিদ, জেলা কমিটির আহবায়ক মো. আমিনুল ইসলাম ও সদস্য সচিব মো. হামিদুর ইসলাম প্রমুখ।

শেখ সোহান

 

এ সম্পর্কিত আরও পড়ুন নিয়োগ | প্রাপ্ত | অনার্স | মাস্টার্স | শিক্ষকদের | এমপিওভূক্তির | দাবিতে | কুড়িগ্রামে | মানববন্ধন