আর্কাইভ থেকে দেশজুড়ে

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিমফুলমতি গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন গার্মেন্টসে চাকুরীরত এক প্রেমিকা। প্রেমিক সোহেল রানা ওই এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকাল থেকে প্রেমিক সোহেল রানার বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। প্রেমিকা আসার খবর ওই এলাকায় ছড়িয়ে পড়লে শুক্রবার থেকে আজ বরিবার (১৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত তাকে এক নজর দেখতে প্রেমিক সোহেল রানার বাড়িতে ভিড় জমায় অনেকে। বিষয়টি নিশ্চিত করেছেন নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাছেন আলী। বিয়ের দাবিতে অনশনে থাকা ওই প্রেমিকা জানান, ঢাকা জামগড়া এলাকায় গার্মেন্টসে চাকুরী করার সময় পরিচয় হয় তাদের। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারিরিক সম্পর্কও গড়ে ওঠে। প্রেমিক সোহেল তাকে বিয়ে করার কথা বলে গত এক সপ্তাহ আগে ঢাকা থেকে তার বাড়ির পাশে বোনের বাড়িতে নিয়ে আসে। বোনের বাড়িতে কয়েকদিন থেকে সোহেল তার প্রেমিকাকে তার নিজ বাড়িতে রেখে আসে। পরে বিষয়টি দুই পরিবারে জানাজানি হলে তাদের বিয়ে প্রেমিকার বাড়ির লোকজন রাজি হলেও প্রেমিকের পরিবারের লোকজন বিয়েতে অস্বীকৃতি জানান। এদিকে প্রেমিক সোহেল রানার মোবাইল ফোন বন্ধ থাকায় প্রেমিকা হতাশ হয়ে পড়েন। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন। বিয়ে না হওয়া পর্যন্ত ওই প্রেমিকা প্রেমিকের বাড়িতে আমরণ অনশন চালিয়ে যাবেন বলেও জানান। এদিকে পলাতক থাকায় এ নিয়ে সোহেল রানার মন্তব্য পাওয়া যায়নি। তবে সোহেলের মা সুফিয়া বেগম বলেন, আমার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক হয়নি। এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, গ্রাম পুলিশের মাধ্যমে ঘটনাটি জানতে পারি। এ নিয়ে ওই প্রেমিকার পরিবার থেকে এখনো থানায় কোনও অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

এ সম্পর্কিত আরও পড়ুন বিয়ের | দাবিতে | প্রেমিকের | বাড়িতে | প্রেমিকার | অনশন