আর্কাইভ থেকে জাতীয়

ভর্তুকি মূল্যে বিদ্যুৎ-গ্যাস দেয়া আর সম্ভব নয় : প্রধানমন্ত্রী

ভর্তুকি মূল্যে বিদ্যুৎ-গ্যাস দেয়া আর সম্ভব নয় : প্রধানমন্ত্রী
ভর্তুকি মূল্যে বিদ্যুৎ-গ্যাস দেয়া আর সম্ভব নয়। এজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (১৮ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিক বিশেষ আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, এতদিন আমাদের অর্থ ছিল আমার ভর্তুকি দিয়েছি। কিন্তু করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী যে মন্দা দেখা দিয়েছে তাতে আমরাও আক্রান্ত। সুতরাং এতদিন বিদ্যুৎ এবং গ্যাসে যে ভর্তুকি দেয়া হয়েছে। সেই ভর্তুক্তির টাকা এখন আপনাদের দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন,  সরকার উৎখাতের আন্দোলনে বাম-ডান মিলেছ। কোথায় বামপন্থি আর কোথায় ডানপন্থি। যারা বামপন্থি তারা ৯০ ডিগ্রি ঘুরে গেছে। বাম, স্বল্পবাম ও অতিবাম সবাই এখন জামায়াত-বিএনপির সঙ্গে মিলে গেছে। এ জন্যই বলা হয়, কী বিচিত্র বাংলাদেশ! শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের চলাকালীন ভারত সরকার, সেদেশের জনগণ সময় আমাদের পাশে দাঁড়িয়েছিল। এর সঙ্গে সঙ্গে অন্যান্য দেশগুলো রাশিয়সহ বিভিন্ন দেশ, এমন কী পশ্চিমা দেশগুলোতেও কোনো কোনো সরকার সমর্থন না দিলেও তাদের জনগণ আমাদের সমর্থন দিয়েছিলেন। আমেরিকা সরকার পাকিস্তানিদের সহযোগিতা করলেও আমেরিকার জনগণ আমাদের পাশে ছিল। আমাদের সহযোগিতা করেছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন ভর্তুকি | মূল্যে | বিদ্যুৎগ্যাস | দেয়া | আর | সম্ভব | | প্রধানমন্ত্রী