আর্কাইভ থেকে দেশজুড়ে

বগুড়ায় মোটর মালিকদের সংঘর্ষ: ছুরিকাঘাতে পুলিশ আহত

বগুড়ায় মোটর মালিকদের সংঘর্ষ: ছুরিকাঘাতে পুলিশ আহত

আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে পুলিশ সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছে। সকাল ১১টা থেকে শুরু হয়ে প্রায় এক ঘণ্টা এই সংঘর্ষ চলে। শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এই সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে সরকার দলীয় নেতা-কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিলো। বিরোধ নিষ্পত্তির জন্য উচ্চ আদালতের নির্দেশে জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রশাসক নিয়োগ করা হয়। পরে নির্বাচনী তফসিলও ঘোষণা করা হয়। এসব বিষয় নিয়ে সকালে মোটর মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক আহ্ববায়কের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে পুলিশ দুই পক্ষকে শান্ত করা চেষ্টা করে। তখন বিক্ষুব্ধরা ঢাকা-রংপুর রুটে বেশ কিছু যানবাহন ভাংচুর এবং অগ্নিসংযোগ করে। এসময় পুলিশের এক সদস্যকে ছুরিকাঘাত করা হয়। পরে পুলিশ লাঠিপেটা করে শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সেখানে পরিস্থিতি মোকাবেলায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন বগুড়ায় | মোটর | মালিকদের | সংঘর্ষ | ছুরিকাঘাতে | পুলিশ | আহত