আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা

ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা

ভারতে আগামী অক্টোবরে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স জানায়, বিশ্বের ৪০ জন স্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, বিজ্ঞানীসহ বিভিন্ন বিশেষজ্ঞদের মধ্যে একটি জরিপ চালানো হয়েছে। জরিপে অংশ নেওয়া বিশেষজ্ঞদের ৮৫ শতাংশের মতে অক্টোবরে করোনার তৃতীয় ঢেউ আসবে ভারতে। তবে ৭০ শতাংশ বলছে, দ্রুত টিকা কার্যক্রমের কারণে নতুন সংক্রমণ এখনকার চেয়ে ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভারতে পাওয়া করোনার অতি সংক্রামক ডেল্টা ধরনটি এখন পুরো বিশ্বে আধিপত্য বিস্তার করছে। শুক্রবার ব্রিফিংয়ে এ তথ্য জানান ডব্লিউএইচও'র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন। 

এদিকে, ভারতে কমছে করোনার দাপট। সংক্রমণ ও মৃতের সংখ্যা কমছে দেশটির দক্ষিণ অঞ্চলগুলোতে। গেল ২৪ ঘণ্টায় মারা গেছে এক হাজার ২৬৯ জন। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গেছে ৬৩৬ জন। এছাড়া তামিলনাড়ুতে ২১০ জন এবং কর্ণাটকে ১৩৮ জন মারা গেছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা কমে নেমে এসেছে ৬০ হাজারের ঘরে। গেল ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে ৬০ হাজার ৭৫৩ জনের শরীরে। এই মুহূর্তে কোভিড সংক্রমিত রোগীর সংখ্যা প্রায় আট লাখ। দেশে মোট মারা গেছে তিন লাখ ৮৫ হাজারের বেশি। আর মোট আক্রান্ত ছাড়িয়েছে দুই কোটি ৯৮ লাখ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | করোনার | তৃতীয় | ঢেউয়ের | শঙ্কা | করছে | স্বাস্থ্য | বিশেষজ্ঞরা