আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

মারা গেছে বাইডেনের কুকুর চ্যাম্প

মারা গেছে বাইডেনের কুকুর চ্যাম্প

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রিয় কুকুর ‘চ্যাম্প’ মারা গেছে। ফলে সঙ্গীহীন হয়ে পড়লো ’মেজর’। বাইডেন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কুকুরটির মৃত্যুর খবর জানান। স্ট্যাটাসে কুকুরটির অতি শৈশব থেকে শেষ দিন পর্যন্ত নানা সময়ের স্মৃতিচারণ করেন মার্কিন প্রেসিডেন্ট।

কুকুরদের প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের। অন্তত দুইটি কুকুর তার সঙ্গে হোয়াইট হাউসেই থাকে বলে জানা যায়। ‘চ্যাম্প’ মারা যাওয়ায় থাকলো শুধু ‘মেজর’। এ কুকুরটি হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মীকে কামড়ে দিয়েছিল।

প্রেসিডেন্ট বাইডেন তার স্ট্যাটাসে লেখেন, ‘গত ১৩ বছর ধরে বাইডেন পরিবারের অত্যন্ত প্রিয় সঙ্গী ছিল চ্যাম্প। গত মাস থেকেই ও দুর্বল হয়ে পড়ছিল। তারপরও আমরা কেউ ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ও আমাদের কাছে এসে দাঁড়াত। কান সোজা করত বা দুই পা তুলে দাঁড়াত যেন আমরা ওর পেটে হাত বুলিয়ে দেই। আমরা যেখানেই যাই, ও সঙ্গে যেতে চাইত। দিন শেষে ফায়ারপ্লেসের সামনে আমাদের পায়ের কাছে কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকাই ছিল ওর সবচেয়ে পছন্দের কাজ।’

বাইডেন লিখেছেন, ‘বহু সভায় ও আমার সঙ্গে গেছে। হোয়াইট হাউসের বাগানে খেলে বেড়িয়েছে। ছোট বেলায় দৌড়ে গলফের বল কুড়িয়ে আনতে খুব ভালোবাসত। আমাদের নাতি-নাতনিদের সঙ্গে বাগানে ছুটোছুটি করে খেলা করত। ডেলাওয়ারের ওই দিনগুলো আজীবন মনে থাকবে। জীবনের সবচেয়ে মধুর সময় আর সবচেয়ে বিষাদের সময় ও আমাদের সঙ্গে ছিল। আমাদের না বলা বহু কথা, আবেগ বুঝতে পারত ও।’

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন মারা | গেছে | বাইডেনের | কুকুর | চ্যাম্প