আর্কাইভ থেকে ফুটবল

মেসির সেই ‘আলখাল্লা’ সাড়ে ১০ কোটি টাকায় কিনতে চান যে ব্যক্তি

মেসির সেই ‘আলখাল্লা’ সাড়ে ১০ কোটি টাকায় কিনতে চান যে ব্যক্তি
এবার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পায় আর্জেন্টিনা। এই জয় দলের অধিনায়ক বিশ্বসেরা তারকা ফুটবলার মেসির জন্য সবচেয়ে বড় পাওয়া। জীবনে শোষ কলা পূরণ হয় এই শিরোপা জিতে। কাপ হাতে নেয়ার সময় মেসিকে পরিয়ে দেন একটি কালো রঙের ‘বিশত’ বা ‘আলখাল্লা’ পরিয়ে দেন কাতারের রাজা শেখ তামিম বিন হামাদ আল থানি। যা নিয়ে প্রচুর আলোচনা ও সমালোচনাও হয়েছে। হয়েছে বিতর্কও। আলখাল্লার পরানোর পরেই আর্জেন্টাইন সুপারস্টারের হাতে তুলে দেয়া হয় বিশ্ব জয়ের ট্রফি। কাতারের আমির যে বিশতটি মেসিকে পরিয়ে দিয়েছিলেন তার দাম ছিল দুই হাজার ২০০ মার্কিন ডলার।এবার মেসির পরা সেই আলখাল্লার দামও বেড়ে গিয়েছে বহু গুণ। ওমানের আহমেদ আল বারওয়ানি নামের এক সংসদ সদস্য আর্জেন্টাইন অধিনায়কের সেই পোশাকটি কিনে নিতে চান। এর জন্য ১০ লাখ মার্কিন ডলার দামও প্রস্তাব করেছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১০ কোটি ৫০ লাখ টাকার বেশি। এই আলখাল্লা আরব অঞ্চলে মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত। শত শত বছর ধরে সমাজের উচ্চ মর্যাদার ব্যক্তিরা পোশাকটি পরে থাকেন।

এ সম্পর্কিত আরও পড়ুন মেসির | আলখাল্লা | সাড়ে | ১০ | কোটি | টাকায় | কিনতে | চান | ব্যক্তি