আর্কাইভ থেকে রাজনীতি

বিএনপি নেতা আরেফিনের বাড়িতে শোকের মাতম

বিএনপি নেতা আরেফিনের বাড়িতে শোকের মাতম
পঞ্চগড়ে বিএনপির গণমিছিলে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের বাড়িতে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারি হয়েছে পাথরাজ গ্রাম। স্বামীর কথা মনে করতেই বারবার কান্নায় ভেঙে পড়ছেন স্ত্রী চামেলী বেগম। আর ছেলের মৃত্যুর খবর শুনেই তার বৃদ্ধা মা আনোয়ার বেগম পাগল প্রায়। কান্নায় ভেঙ্গে পড়েছে তার ১১ বছর বয়সী ছেলে  আব্দুল্লাহ আল মাহী। নিহত আব্দুর রশিদ আরেফিন জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। ওই ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে তবে এখনও কমিটি ঘোষনা হয়নি। তিনি ওই ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী ছিলেন বলে বোদা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব লাইলী বেগম জানিয়েছেন। আজ রোববার (২৫ ডিসেম্বর) সকালে পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ সহ জেলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্য ও  স্বজনদের স্বাক্ষাত করেন। তিনি বলেন, ‘এখন কোন বিএনপি নেতা মারা গেলে পুলিশ বলছে হৃদরোগে মারা গেছে। এটা এখন তাদের একটা তৈরী করা বুলি হয়ে দাড়িয়েছে। আগামীকাল ২৬ ডিসেম্বর সারা দেশে বিএনপি গণকর্মসূচী দেবে। এ হত্যার জবাব আমরা আন্দোলনের মাধ্যেমে দিবো।’ তিনি আরও বলেন, হাসপাতাল সূত্রে জেনেছি হৃদরোগে তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হৃদ রোগী ছিল এবং তার বাইপাস সার্জারী করা ছিল। সুরতহালে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মযনাতদন্তে জানা যাবে মৃত্যুর কারণ। এদিকে পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা জানিয়েছেন, তবে বিএনপির নেতা আরেফিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। বাবা হত্যার বিচার চেয়ে এক মাত্র ছেলে আব্দুল্লাহ আল মাহী বলেন, ‘যারা আমার বাবাকে মেরেছে আমি তাদের বিচার চাই। বিএনপি নেতা নিহতের ঘটনায় নতুন করে আরো কর্মসূচী দেবে বিএনপি জানালেন জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।’

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপি | নেতা | আরেফিনের | বাড়িতে | শোকের | মাতম