আর্কাইভ থেকে আন্তর্জাতিক

শাকের সঙ্গে মিশে গেল গাঁজাপাতা!

শাকের সঙ্গে মিশে গেল গাঁজাপাতা!
শাক খেয়ে নেশায় বুঁদ হয়েছেন ২০০ জন মানুষ। নেশা করলে যা যা হওয়ার কথা সব রকম বৈশিষ্ট্যই রয়েছে তাদের মধ্যে। গত ১৮ ডিসেম্বর অস্ট্রেলিয়াসহ নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং কুইন্সল্যান্ডের বিভিন্ন জায়গায় এ ঘটনা ঘটেছে। শাক খেয়ে যে এমন কিছু হতে পারে, কল্পনা করেননি কেউই। ঘটনার সূত্রপাত শাক চাষের ক্ষেত থেকেই। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের খাদ্য নিয়ামক সংস্থা জানিয়েছে, পালং শাক চাষ করার আগে বা একই সময় অবৈধ ভাবে ওই ক্ষেতেই গাঁজা চাষ করা হয়েছিল। একই সঙ্গে শাক এবং গাঁজা পাশাপাশি চাষ হওয়ায় দুইয়ের মধ্যে কোনও সংযোগ ঘটে থাকলে, তার প্রভাব পড়তে পারে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, পালং শাকের সঙ্গে গাঁজার বিরলতম কোনও প্রজাতি চাষ করেছিলেন রিফেরিয়া ফার্মের মালিক। সেই ক্ষেত থেকে তোলা শাক খাওয়ার পর থেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন তারা। মস্তিষ্কে নানা রকম বিকৃতিও ঘটেছিল। বেড়ে গিয়েছিল হার্টরেট। অনেকের আবার গলা, মুখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিয়েছিল। আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হলেও তেমন গুরুতর কোনও শারীরিক সমস্যা না হওয়ায় কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে ছেড়েও দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে নাগরিকদের আতঙ্কিত হতে বারণ করছে অস্ট্রেলিয়া প্রশাসন। সূত্র: হিন্দুস্তান টাইমস

এ সম্পর্কিত আরও পড়ুন শাকের | সঙ্গে | মিশে | গাঁজাপাতা