আর্কাইভ থেকে ফুটবল

শতভাগ হারে ইউরো থেকে তুরস্কের বিদায়

শতভাগ হারে ইউরো থেকে তুরস্কের বিদায়

তুরস্ককে ৩-১ গোলে হারালেও গ্রুপ পর্বে সেরা দুইয়ে থাকা হলো না সুইসদের। গ্রুপের সেরা তৃতীয় দল হয়ে নকআউট পর্বে যাবার সুযোগটা শুধু বেঁচে রইল। আর হার দিয়ে ইউরো থেকে বিদায় নিল ৩ ম্যাচ খেলেও কোনো পয়েন্ট না পাওয়া তুরস্ক।
 
বড় ব্যবধানে জয় দরকার ছিল সুইজারল্যান্ডের। পেয়েছেও, তবে যতটা দরকার ছিল ততটা নয়। ইতালির বিপক্ষে ওয়েলস গোল হজম করায় সুইসদের নকআউট পর্বে যাবার পথের দূরত্ব কিছুটা কমে গিয়েছিল, তবে শেষ পর্যন্ত মন খারাপের রাত।

বাকুতে শুরু থেকেই আক্রমণাত্মক শাকা-শাকিরিরা । ৬ মিনিটে সেফেরোভিচের গোলে এগিয়ে যায় সুইজার‍ল্যান্ড।
 
২৬ মিনিটে শাকিরির ঝলকে স্কোরলাইন দাঁড়ায় ২-০। বিরতির পর এক গোলে করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল তুরস্ক। তবে, কিছুক্ষণ পর শাকিরির দ্বিতীয় গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-১। শেষ পর্যন্ত এটিই ম্যাচের ফল।

এ গ্রুপে সেরা দুইয়ে মধ্যে থাকতে না পারলেও নকআউট পর্বের সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি সুইসদের। গু্রপ পর্বের সেরা তৃতীয় দল হয়েও শেষ ষোলতে জায়গা মিলতে পারে সুইজারল্যান্ডের। এর জন্য অপেক্ষার বিকল্প নেই।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন শতভাগ | হারে | ইউরো | তুরস্কের | বিদায়