আর্কাইভ থেকে বাংলাদেশ

সাতক্ষীরায় আবার বাড়ছে করোনা, একদিনে মৃত্যু ৪

সাতক্ষীরায় আবার বাড়ছে করোনা, একদিনে মৃত্যু ৪

সীমান্ত জেলা সাতক্ষীরায় গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ জুন) জেলার সিভিল সার্জন অফিস কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। এবং প্রতিদিনই ৪০-৫০ জন নতুন করোনা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে।

রোববার (২০ জুন) করোনা টেস্টের হার ছিল ৫০ শতাংশ, সেখান থেকে তা আজ সোমবার কমে ৪৩ শতাংশে দাঁড়িয়েছে। আজ ১১৬ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সেই সঙ্গে করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ কমছেই না।

আড়াইশ’বেডের হাসপাতালে বর্তমানে ২২৯ জন করোনা রোগী আইসুলেশনে ও আইসিইউতে চিৎসাধীন রয়েছে।

চলমান লকডাউনের মধ্যেই এখনো গ্রামেগঞ্জে হাটে বাজারে কেউই স্বাস্থ্যবিধি মেনে চলছে না। পাশাপাশি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না করোনায় বা করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির দাফন কাফনেও।

স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে করোনা সংক্রমণ প্রতিরোধ করা যাচ্ছে না বলে মনে করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত।

সরকারি তথ্য মতে, এখন পর্যন্ত জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ২৭৩ জন, আর করোনায় মারা গেছে ৬১ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল, ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নিচ্ছে ৮২০ জন।

এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৯০৪ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন সাতক্ষীরায় | আবার | বাড়ছে | করোনা | একদিনে | মৃত্যু | ৪