আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে টিকা প্রয়োগে সবচেয়ে এগিয়ে চীন

বিশ্বে টিকা প্রয়োগে সবচেয়ে এগিয়ে চীন

বিশ্বে মহামারি করোনা প্রতিরোধে টিকা প্রয়োগে সবচেয়ে এগিয়ে রয়েছে চীন। ইতোমধ্যে দেশটিতে ১০০ কোটির বেশি ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে। যা পুরো বিশ্বে এক তৃতীয়াংশের বেশি। চলতি বছর প্রাপ্তবয়স্কদের টিকার আওতায় নেওয়ার ঘোষণা দিয়েছে শি প্রশাসন।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, করোনার সংক্রমণ সফলভাবে নিয়ন্ত্রণের পর দেশটিতে টিকা কার্যক্রম শুরু হয়েছে ধীরগতিতে। তবে রোববার চীনা ন্যাশনাল হেলথ কমিশন জানায়, শনিবার পর্যন্ত ১০০ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে চীনে। বিশ্বে এখন পর্যন্ত আড়াই শ’ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে।

চীনের সরকারি প্রতিষ্ঠানটি আরও জানায়, চলতি মাসের শেষে এই সংখ্যা ১০০ কোটি ৪০ লাখে পৌঁছাবে। গেল মে মাসেই চীনে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে প্রায় ৫০ কোটি টিকা দেওয়া হয়েছে। চলতি মাসে প্রতিদিন টিকা নিয়েছে কয়েক মিলিয়ন মানুষ। এর মধ্যে করোনার উৎপত্তিস্থল হুবেই প্রদেশের উহানেই দেওয়া হয়েছে এক কোটি ৪০ লাখ ডোজ টিকা। ১৮ বছরের বেশি বয়সীদের টিকা নিতে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে কর্তৃপক্ষ।

চীনের এক স্থানীয় নাগরিক বলেন, গতকাল শনিবার রাতেই টিকার জন্য আবেদন করি। আর আজকেই দ্বিতীয় ডোজ নিলাম।

করোনা মোকাবিলায় বেশ কয়েকটি টিকার অনুমোদন দেওয়া হয়েছে ১৪০ কোটি মানুষের দেশ চীনে। চলতি বছরের মধ্যেই সব প্রাপ্তবয়স্ক নাগরিক টিকার আওতায় আসবে বলে জানিয়েছে দেশটির সরকার।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বে | টিকা | প্রয়োগে | সবচেয়ে | এগিয়ে | চীন