রাজধানী ঢাকায় আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালটা শুরু হয়েছে টানা বৃষ্টির সঙ্গে। ভোর পৌনে ছয়টার দিকে শুরু হয় অঝোর বৃষ্টি, যা চলে একটানা সকাল সাতটা পর্যন্ত। মুষলধারে এই বৃষ্টির সঙ্গে ছিল বজ্রপাতও, যেন আকাশ আর মাটি কথা বলছিল গর্জনে ও জলে। রাতেও বিরামহীন বৃষ্টির রেশ দেখা গেছে।
এ বৃষ্টির প্রভাব ঢাকা শহরের রাস্তায় স্পষ্ট। ঢাকার অধিকাংশ রাস্তা পানিতে তলিয়ে গেছে, ফলে পথচারীদের চলাচলে দেখা দিয়েছে দুর্ভোগ। সকাল সাড়ে সাতটার দিকে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিনরোড, মনিপুরী পাড়া, নিউমার্কেট, আসাদগেট, জিগাতলার মতো এলাকায় পানি জমে যাওয়ার দৃশ্য ছিল চোখে পড়ার মতো। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি। স্কুলের ছাত্র-ছাত্রীরা ভিজে ভিজে স্কুলে যাচ্ছিল, অনেক মা-বাবাকে তাদের ছোট সন্তানদের কোলে নিয়ে যেতে দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যা ইতিমধ্যে প্রভাব ফেলেছে বলে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি বলেন, লঘুচাপ ইতিমধ্যেই সৃষ্টি হয়ে যেতে পারে, যার প্রভাবে ঢাকাসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হচ্ছে। তবে শুধুমাত্র ঢাকা নয়, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগরে এই লঘুচাপের প্রভাব আরও বাড়বে এবং পরবর্তী দু'দিনের মধ্যে পূর্ব বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
গতকাল রাতে শুরু হওয়া বৃষ্টির পর কিছুটা কমলেও আজ দিনভর মেঘলা আকাশ ও বৃষ্টি থাকতে পারে। বৃষ্টির আগের দিনের সাঁঝবেলার ভ্যাপসা গরমের পরই ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলে এই বৃষ্টির ঝড়, যা প্রকৃতির এক নতুন দিক উন্মোচন করে দিয়েছে।
হঠাৎ এমন বৃষ্টিতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা। কেউ কাজের পথে বেরিয়ে রাস্তায় আটকে পড়েছেন, আবার কেউ কোমরপানি মাড়িয়ে কোনোভাবে পৌঁছেছেন গন্তব্যে। অনেকেই অফিসে সময়মতো পৌঁছাতে পারেননি, কেউ আবার পুরোপুরি থেকে গেছেন ঘরবন্দি।
এসি//