আর্কাইভ থেকে আন্তর্জাতিক

গুরুতর অসুস্থ সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট

গুরুতর অসুস্থ সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট
গুরুতর অসুস্থ খ্রিস্টানদের সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট। ৯৫ বছর বয়সী এই ধর্মগুরুর জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন বর্তমান পোপ ফ্রান্সিস। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বুধবার (২৮ ডিসেম্বর) ভ্যাটিকানে চলতি বছরের সবশেষ ভাষণ রাখেন পোপ। সেসময়ই পূর্বসূরির সুস্থতা কামনায় সবাইকে বিশেষ প্রার্থনার অনুরোধ জানান তিনি। তিনি বলেন, গেল কয়েকদিনে সাবেক পোপ ষোড়শ বেনেডিক্টের শারীরিক অবস্থার ভয়াবহ অবনতি ঘটেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন তিনি। তিনি আরও বলেন, গত দু’বছর ধরেই কথা বলতে সমস্যা হচ্ছিল সাবেক এই পোপের। তাই অন্যের কথার প্রতি দিতেন মনোযোগ তিনি। ভাষণের পর মাতের ইকলেসিয়ে মনেস্ট্রি সফর করেন ফ্রান্সিস। পদত্যাগের পর সেখানেই থাকেন ষোড়শ বেনেডিক্ট। বর্তমান পোপ ফ্রান্সিস বেনেডিক্টকে একজন ‘সেন্ট’ এবং উচ্চ আধ্যাত্মিক জীবনের অধিকারী মানুষ বলে বর্ণনা করেন। তিনি বলেন, সাবেক পোপ একজন স্পষ্টভাষী মানুষ। ভ্যাটিকানের পক্ষ থেকে সাবেক পোপের শরীর গত কয়েক ঘণ্টায় আরও খারাপ হওয়ার কথা জানানো হয়। উল্লেখ্য, ভ্যাটিকানের ৬০০ বছরের ইতিহাসে তিনিই একমাত্র পোপ যে শারীরিক অসুস্থতার কারণে ক্ষমতা ছেড়েছিলেন। ২০১৩ সালের ওই ঘটনা পুরো বিশ্বে সাড়া ফেলেছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন গুরুতর | অসুস্থ | সাবেক | পোপ | ষোড়শ | বেনেডিক্ট