আর্কাইভ থেকে এশিয়া

উল্টো দিকে আসা বাসের সঙ্গে এসইউভির সংঘর্ষ, নিহত ৯

উল্টো দিকে আসা বাসের সঙ্গে এসইউভির সংঘর্ষ, নিহত ৯
ভারতের গুজরাটের নাভসারি এলাকায় বাসের সঙ্গে এসইউভির সংঘর্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩২ জন। শনিবার (৩১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ডেপুটি পুলিশ সুপার ভিএন প্যাটেল জানিয়েছেন, আহমেদাবাদ থেকে ভালসাদের দিকে যাচ্ছিল একটি বাস। আর বিপরীত দিক থেকে আসছিল একটি এসইউভি গাড়ি। এসইউভিতে ৯ যাত্রী ছিলেন। কুয়াশার জন্য, নাকি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। দাবি করা হচ্ছে, গাড়িটি উল্টো দিকের লেন দিয়ে চলছিল। এর জেরেই দুর্ঘটনা ঘটে। গাড়িটি প্রথমে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এরপর সামনে থেকে আসা বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর। এছাড়া বাকীদের উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে ৩২ জন। তাদের মধ্যে ১৭ জনকে ভালসারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ১৪ জনকে নবসারির হাসপাতালে ভর্তি করা হয় এবং একজনকে চিকিৎসার প্রয়োজনে সুরাট স্থানান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন উল্টো | দিকে | আসা | বাসের | সঙ্গে | এসইউভির | সংঘর্ষ | নিহত | ৯