আর্কাইভ থেকে ইউরোপ

নতুন বছরে কিয়েভ কেঁপেছে অসংখ্য বিস্ফোরণে

নতুন বছরে কিয়েভ কেঁপেছে অসংখ্য বিস্ফোরণে
নতুন বছর শুরুর কয়েক ঘণ্টা পরেই ইউক্রেনের রাজধানী কিয়েভ কেঁপে উঠেছে অসংখ্য বিস্ফোরণে। নববর্ষের শুরুতেই সারাদেশে বেজে উঠে বিমান হামলার সাইরেন। রোববার (১ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদন থেকে জানা গেছে, সাইরেন বেজে ওঠার সঙ্গে সঙ্গে, কিয়েভের কিছু বাসিন্দা তাদের বারান্দা থেকে চিৎকার করে বলতে থাকেন, ‘ইউক্রেনের গৌরব! বীরদের গৌরব!’ কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করলে সেটির ধ্বংসাবশেষ রাজধানীর কেন্দ্রে একটি গাড়ির ওপর পড়ে এবং সেটি ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিয়েভ নগরের সামরিক প্রশাসন বলছে, ২৩টি রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।
নতুন
নতুন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নববর্ষের বার্তা দেওয়ার কয়েক মিনিটের মাথায় এ হামলার ঘটনা ঘটলো। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কিয়েভ কর্মকর্তারা টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। কিয়েভ অঞ্চলের গভর্নর ওলেক্সি কুলেবা বলেন, ওই অঞ্চলে ড্রোন হামলা চালানো হচ্ছে। তবে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। এদিকে, ইউক্রেন ২০২৩ সালে লড়াই চালিয়ে যাবে এবং যেকোনো কিছুর জন্য প্রস্তুত আছে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। নববর্ষের আগে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, এটি হবে প্রত্যাবর্তনের বছর।  

এ সম্পর্কিত আরও পড়ুন নতুন | বছরে | কিয়েভ | কেঁপেছে | অসংখ্য | বিস্ফোরণে